যুবলীগ নেতা জালালুদ্দিন সরকার হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড এবং আরও ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই মামলাল আরেক আসামিকে বেকসুর খালাস দিযেছেন। সরকারপক্ষের ডেথ রেফারেন্স (মৃত্যুদন্ডাদেশ অনুমোদন) এবং আসামিপক্ষের আপিল শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন বিচারপতি সহিদুল করিম এবং বিচারপতি মো. আক্তারুজ্জামানের ডিভিশন বেঞ্চ।
এর আগে ২০১৫ সালের ৩০ নভেম্বর গাজীপুরের কাপাসিয়ায় থানা যুবলীগের সভাপতি জালাল হত্যা মামলায় বিএনপির ১১ নেতাকর্মীকে মৃত্যুদন্ড দেন গাজীপুরের বিচারিক আদালত। গাজীপুরের তৎকালিন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক ফজলে এলাহী ভূইয়া এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, কাপাসিয়া থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুবদলের থানা সদস্য জজ মিয়া, থানা ছাত্রদলের সদস্য আল-আমিন, বিএনপি নেতা বেলায়েত হোসেন বেল্টু, থানা ছাত্রদলের সাবেক সভাপতি হালিম ফকির, কাপাসিয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল, থানা যুবদলের সদস্য মাহবুবুর রহমান রিপন, থানা যুবদলের সাবেক সভাপতি আ. আলীম, বিএনপি নেতা আতাউর, ফরহাদ ও জয়নাল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন