শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ৮:০৯ পিএম

মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত দেশের সর্ববৃহৎ দশম ‘জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ডফিনাল অনুষ্ঠিত হয়েছে। এতে ১ম স্থান অধিকার করেছেন হাফেজ নাজুমল হাসান, পিতা সাইফুল ইসলাম, পুরস্কার নগদ এক লাখ টাকা। ২য় স্থান অধিকার করেছেন হাফেজ এমদাদুল্লাহ পিতা মুসলেহ উদ্দীন, ফরিদপুর। পুরস্কার স্বর্ণের কোরআন শরীফ। ৩য় স্থান অধিকার করেছেন হাফেজ জাহিদ হোসেন পিতা কামাল হোসেন, কুড়িগ্রাম। পুরস্কার ১টি কম্পিউটার।

গতকাল বৃহস্পতিবার ঢাকা-চিটাগাং রোডস্থ সাইনবোর্ডস্থ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে দশম ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার এ গ্রান্ডফিনাল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ নেছার আহমাদ আন নাছিরী।
গ্রান্ডফিনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দের সাবেক নাজেমে তা’লীমাত আল্লামা আফজাল কাঈমূরী। অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন ইরানের বিখ্যাত কারী শাইখ সাঈদ তূসী, মিশরের বিখ্যাত কারী শায়খ মাহমুদ তূখী। প্রধান বিচারক হিসেবে ছিলেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি হাফেজ ক্বারী আব্দুল হক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন