সম্প্রতি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আয়েশা মিলনায়তনে সন্ত্রাস ও জঙ্গিবাদ শীর্ষক আলেচনা সভার আয়োজন করা হয়। এইউবির প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ইসলাম ধর্মে জঙ্গিবাদের স্থান নেই। ধর্মের ভুল ব্যাখ্যা প্রদানকারীদের কারণে আজ দেশের তরুণ সমাজ বিপথগামী হচ্ছে। দেশের উন্নয়ন ব্যাহত করার জন্য একদল স্বার্থান্বেষী লোক এদেশে জঙ্গিবাদের আমদানি করছে। তিনি বলেন, এইউবি নিয়মিত জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করেছে, আলোচনা সভা করেছে। আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে কাউন্সেলিং করছি। সিনিয়র শিক্ষকদের সমন্বয়ে জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি করা হয়েছে। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মদ জাফার সাদেক এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বোর্ড অব ট্রাস্টিজ ও সিন্ডিকেট সদস্য এস এম ইয়াছিন আলী, পরীক্ষা নিয়ন্ত্রক কে এম মনিরুল ইসলাম, ডিরেক্টর স্টুডেন্টস অ্যাফেয়ার্স আব্দুল্লাহ এম তাহের, ডিন মহোদয়গণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন