এডিসন গ্রæপের প্রিমিয়াম ক্যাটাগরির ব্র্যান্ড হেলিও দেশের বাজারে নিয়ে এলো নতুন সদস্য হেলিও এস২। অত্যাধুনিক সব ফিচার সম্বলিত এই হ্যান্ডসেটটি ক্রেতাদের মন কাড়বে বলে মনে করছে এডিসন গ্রæপ। জেনে নেওয়া যাক কেন এই স্মার্টফোন টিকে অন্যান্য স্মার্টফোন থেকে আলাদা বলা হচ্ছে। হেলিও এস২-তে ব্যবহার করা হয়েছে সিএনসি মেটালিক ইউনিবডি। এর ৮.১৫ মিলিমিটার বডির থিকনেসের সাথে যুক্ত হয়েছে ২.৫ডি ওয়াটার ড্রপ গøাস। এটা শুধু ফোন কে দেখতে সুন্দর করবে তাই নয়, ফোনের গ্রীপ, টাচ স্ক্রীন রেসপন্স সব কিছুতেই রয়েছে নতুন সব টেকনোলজির প্রভাব। এই হ্যান্ডসেট টির ওজন ব্যাটারিসহ মাত্র ১৫৯ গ্রাম। এর ৫.৫ ইঞ্চি ফুল এইচডি (১৯২০ঢ১০৮০) আইপিএস ডিসপ্লে হলো ইন্ডাস্ট্রি এভারেজ থেকে অনেক উপরে। টাচ স্ক্রীনের গøাস ডিসপ্লে এর বডির সাথে মিশে যাওয়ার ফুল লেমিনেশন পার্ট টি অবশ্যই প্রশংসার যোগ্য। শুধু তাই নয় ফোনের গøাস কে মজবুত করার জন্য এতে ব্যবহার করা হয়েছে গরিলা গøাস থার্ড জেনারেশন।
হেলিও এস২-এর অন্যতম শক্তিশালী পার্টস হলো এর ক্যামেরা। এর রিয়ার ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ঝড়হু ওগঢ ২৫৮ ক্যামেরা সেন্সর। যা ১৩ মেগাপিক্সেল এ ভ/২.০ অ্যাপারচার এ ছবি তুলতে সক্ষম। রিয়ার ক্যামেরা তে রয়েছে ১৪টি মনোমুগ্ধকর ফিচার ও অত্যাধুনিক এলইডি ফ্ল্যাশ যার মাধ্যমে আনন্দদায়ক এওঋ, গড়ড়ফ চযড়ঃড় থেকে প্রফেশনাল কোয়ালিটি, আল্ট্রা পিক্সেল (টষঃৎধ চরীবষ) লেভেল এর ছবি তোলা সম্ভব। এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা তে রয়েছে সবচাইতে বড় চমক কারণ ঞৎঁব ঞড়হব ঋৎড়হঃ ঋষধংয ব্যবহার করে ৮ মেগাপিক্সেল ভ/২.২ অ্যাপারচার এ তোলা যাবে চমৎকার সব সেলফি। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন