শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩ জন

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গোমস্তাপুর উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ গ্রামের মহিশালা বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ গ্রামের আজিজুর ইসলামের ছেলে মানিরুল ইসলাম (২০), আলকেসের ছেলে আসাদুল ইসলাম (২৫) ও আয়েস আলীর ছেলে বাসির আলী (২২)। আহত জেলেরা একই গ্রামের আজিজুরের ছেলে আব্দুলাহ (২৩), মিয়ার ছেলে নবী (৩০), আয়েসের ছেলে নাসির (২৭), জিলুর রহমানের ছেলে আতর (২৬)। সহকারী পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) এ টি এম মাইনুল ইসলাম জানান, গত সোমবার রাত ১২ টার দিকে বিভীষণ এলাকার মহিশালা বিলে ১০ জনের একটি জেলেদল মাছ ধরতে যায়। এ সময় অসাবধানতা বশত নৌকার বৈঠা বিদ্যুৎতের তারে স্পৃষ্ট হয়। এতে একে অপরকে বাঁচাতে যেয়ে ৩ জন মারা যায়। এছাড়া ৪ জন আহত হয়। পরে এলাকাবাসী ও পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো দাবি না থাকায় লাশগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জানান, বিলে বর্তমান সময়ে পানি বৃদ্ধি পাওয়ায় পল্লী বিদ্যুতের স্থানীয় কর্তৃপক্ষকে ১১ কেভি বিদ্যুতের লাইনের সংযোগ বন্ধ রাখার জন্য অনুরোধ জানায়। কিন্তু বিদ্যুৎ লাইনের বন্ধ না করায় এ দুর্ঘটনা ঘটে। পল্লী বিদ্যুতের এ অবহেলার কারণে অকালে ঝরে গেল ৩টি প্রাণ। এ ব্যাপারে স্থানীয় এনায়েতপুর পল্লী বিদ্যুৎ কেন্দের ইনচার্জ আবু হেনার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এর আগে গত বছর ওই বিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জন নিহত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন