শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির সাক্ষাৎ

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ৬:০২ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।

সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে চার সদস্যদের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন- জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার।

শুক্রবার (২৬ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বেলা ১টা ১৫ মিনিট তারা সাক্ষাৎ করেন মোদির সঙ্গে। প্রায় আধাঘণ্টাব্যাপী এই সাক্ষাৎ হয়। রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হাসান ঢাকা পোস্টকে এই তথ্য জানান।

জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাৎ হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
প্রবাসী-একজন ২৬ মার্চ, ২০২১, ১০:৪৬ পিএম says : 0
ওরে জাপা, জনগণ তোদের চাপা দিয়ে ভর্তা বানাবে; ভেবেছিস, মোদির কাছ থেকে এনাম মিলবে - সে আশায় গুড়েবালি।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন