মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জুনের মধ্যে বিক্রি হচ্ছে এয়ার ইন্ডিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ১২:০১ এএম

বিক্রির দ্বারপ্রান্তে পৌঁছেছে ভারতের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়া। অব্যাহতভাবে বিপুল পরিমাণ লোকসান গোনা এয়ারলাইনসটি বিক্রিতে শিগগিরই দরপত্র আহবান করবে নরেন্দ্র মোদির সরকার। দেশটির বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী হারদীপ সিং পুরি এ তথ্য জানিয়েছেন। খবর ব্লুমবার্গ। মন্ত্রী বলেন, দরপত্র চাওয়ার ৬৪ দিনের মধ্যে অফার আসবে বলে আশা করা হচ্ছে। পুরো প্রক্রিয়াটি মে কিংবা জুনের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর সিদ্ধান্ত নেয়া এবং উড়োজাহাজ সংস্থাটি হস্তান্তর করার কাজ। তবে তিনি ক্রেতাদের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো গত সপ্তাহে জানিয়েছিল, এয়ার ইন্ডিয়ার নিলামের জন্য সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ভারতের টাটা গ্রুপ ও স্পাইসজেটের চেয়ারম্যান অজয় সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে আবারো এ বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। এক দশকে একাধিকবার অর্থ জোগান দিয়ে বন্ধ হওয়া থেকে উদ্ধার করা এয়ারলাইনসটি বিক্রিতে এর আগেও নরেন্দ্র মোদি ব্যর্থ হয়েছিলেন। পুরি বলেন, সংস্থাটির জন্য প্রতিদিন সরকারের ২০ কোটি রুপি লোকসান হচ্ছে। এয়ার ইন্ডিয়ার মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬০ হাজার কোটি রুপি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কোনো বিকল্প নেই। আমরা হয় বেসরকারীকরণ করব নয়তো সংস্থাটি বন্ধ করে দেব। এ বিক্রি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণেরও দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ। মহামারী মোকাবেলায় পদক্ষেপের কারণে সৃষ্ট রেকর্ড পরিমাণ বাজেট ঘাটতি কমিয়ে আনতে অর্থমন্ত্রী সম্পদ বিক্রি করে অর্থ সংগ্রহের চেষ্টা করছেন। দরদাতাদের সুবিধার্থে এয়ারলাইনসটির বিভিন্ন দিক মূল্যায়ন করার জন্য এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে কমিটিও করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার সম্পদ যথাযথভাবে বিশ্লেষণ সম্পন্ন করার পর টাটা ও অজয় সিং দরপত্র জমা দেবেন। নিয়ম অনুযায়ী সরকার দরপত্র আহবান করার পরে সেই দরপত্র বিশ্লেষণ এবং সংক্ষিপ্ত তালিকায় থাকা দরদাতাদের সুরক্ষা ছাড়পত্রের কাজগুলো একই সঙ্গে এগিয়ে নেবে। ব্লুমবার্গ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন