শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

বেড়েছে রফতানি আয়

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : রফতানি আয় বেড়েছে। চলতি অর্থবছরের আগস্টে আয় বেড়েছে ২০ শতাংশ। জুলাই-আগস্ট মিলে দুই মাসে আয় বেড়েছে ৮ দশমিক ৪২ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে আগের বছরের একই সময়ের তুলনায় রফতানি কম হয়েছে সাড়ে ৩ শতাংশ। দ্বিতীয় মাসেই ঘুরে দাঁড়িয়েছে রফতানি। ইপিবির ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা বলেন, সাধারণত বছরের শুরুতে আয় কিছুটা কম হয়। তবে এবছর প্রথম দিক থেকেই আয়ে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, রফতানি খাতকে বহুমুখী করার জন্য কাজ করছে সরকার। ইপিবির তথ্য অনুযায়ী, আগস্টে মোট আয় হয়েছে ৩৩০ কোটি ৩৫ লাখ ডলার। আগের বছরের আগস্টে এর পরিমাণ ছিল ২৭৫ কোটি ৮৪ লাখ ডলার। নতুন অর্থবছরের গত দুই মাসে আয় এসেছে ৫৮৪ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৫৩৮ কোটি ডলার। আলোচ্য সময়ে তৈরি পোশাকের রফতানি বেড়েছে সাড়ে ৭ শতাংশ। মোট আয় এসেছে ৪৮৪ কোটি ডলার। এর মধ্যে নিট পোশাক রফতানি ২৪৭ কোটি ডলার ও ওভেন থেকে এসেছে ২৩৭ কোটি ডলার। পোশাকের বাইরে চিংড়িসহ হিমায়িত মাছের আয় বেড়েছে ২১ শতাংশের বেশি। কাঁচাপাটসহ সবধরনের পাটপণ্যের আয় বেড়েছে সাড়ে ৫ শতাংশ। চামড়া ও চামড়াপণ্যে বেড়েছে ১৫ শতাংশের বেশি। এসময়ে আলোচিত পণ্যের মধ্যে আয় কমেছে সিরামিক, কৃষিজপণ্য, জাহাজ, ফার্নিচারসহ বেশকিছু পণ্যের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন