কর্পোরেট রিপোর্টার : ঈদে ক্রেতা টানতে আকর্ষণীয় অফার ও নানা ছাড় দিচ্ছে ইলেক্ট্রনিক্স কোম্পানীগুলো। যে যার মত অফার দিয়ে ক্রেতা টানার চেষ্টা করছেন। ঈদ এলে সকলেই কমবেশী নতুন জিনিসপত্র ক্রয় করে থাকেন। বাসার ফার্নিচার, ফ্রিজ, টিভি, মোবাইল, মোটরবাইকসহ প্রয়োজনীয় অনেক কিছুই কিনেন। এই ঈদে কোরবানির গোশত সংরক্ষণে এখন বেশী বিক্রি হচ্ছে ফ্রিজ। তবে এই সময়ে ডিপ ফ্রিজই বেশী বিক্রি হচ্ছে। রাজধানীর বিভিন্ন ইলেক্ট্রনিক্স কোম্পানীগুলোর শোরুম ঘুরে দেখা গেছে, বছরের অন্যান্য সময় শোরুমগুলো শুনশান নীরব থাকলেও এখন তারা অনেকটাই ব্যস্ত সময় কাটাচ্ছেন। কেউ দিচ্ছেন সাশ্রয়ী দামে, কেউ দিচ্ছে ডিসকাউন্ট, ক্রাচ কার্ড ডিসকাউন্ট, লাকি কুপন ও ফ্রি উপহার। ওয়ালটন দেশীয় শীর্ষ ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন এই ঈদে সাশ্রয়ী দামে ফ্রিজ-টিভিসহ অন্যান্য ইলেক্ট্রনিক্স পণ্য বিক্রি করছে। মানুষের আর্থিক অবস্থা বিবেচনায় রেখে এই কোম্পানী সকলের সাধ্যমত পণ্য তৈরী করেছে। সারা বছরের মত এই ঈদেও পণ্য বিক্রিতে শীর্ষে আছে ওয়ালটন। বিশেষ করে ফ্রিজ বিক্রিতে একচ্ছত্র আধিপত্য তাদের। ওয়ালটনের বিক্রয়কর্মীরা জানান, আন্তর্জাতিকমানের ওয়ালটন পণ্য এখন দেশ সেরা। এই ঈদে ওয়ালটনের আছে ঈদ স্পেশাল অফার। ঈদ সামনে রেখে কোম্পানী বিভিন্ন সাইজের ফ্রিজের দাম কমিয়েছে। ডিরেক্ট কুল, নো-ফ্রষ্ট রেফ্রিজারেটর ও ফ্রিজারে রয়েছে ক্যাশ ডিসকাউন্ট ও কিস্তিতে ক্রয়ের সুবিধা। টপ, বোটম মাউন্টেড, সাইড বাই সাইড, সিঙ্গেল, ডাবল ডোর বিশিষ্ট ন্যানো টেকনোলজির এই রেফ্রিজারেটরগুলোর কম্প্রেসার ওয়ারেন্টি ৮ বছর। ধারণক্ষমতা ১৩৯ থেকে ৫৪৫ লিটার। দাম ১৭২০০ টাকা থেকে ৬৯৯০০ টাকা। সিঙ্গেল, ডাবল ডোর বিশিষ্ট ফ্রিজারগুলোর ধারণক্ষমতা ১২৫ থেকে ৩০০ লিটার। দাম ১৯১০০ টাকা থেকে ২৮৫৯০ টাকা। আর ফ্রষ্ট ফ্রিজের কম্প্রেসার ওয়ারেন্টি ১০ বছর। অনলাইন ক্রয়ে আছে প্রমোশন প্রাইস ডিসকাউন্ট ও ফ্রি হোম ডেলিভারি সুবিধা। বেস্ট ইলেক্ট্রনিক্স গ্লোবাল ইলেক্ট্রনিক্স ব্র্যান্ডশপ বেস্ট ইলেক্ট্রনিস এ পাওয়া যাচ্ছে হিটাচি, সার্প, প্যানাসনিক, হায়ার, হোয়ারলপুল, কনিয়ন, তসিবা, কেলভিনেটর ও এলজির রেফ্রিজারেটরগুলো। হায়ারে থাইল্যান্ডের ফ্রিজগুলো পাওয়া যাচ্ছে বিশেষ মূল্য ছাড়ে। সার্প ডিপ ফ্রিজে ১০ বছরের ওয়ারেন্টি। ১৮ মাস পর্যন্ত কিস্তি সুবিধা। ৬ মাস পর্যন্ত ‘জিরো’ পার্সেন্ট ইন্টারেস্ট। মিনিষ্টার এই ঈদে মিনিষ্টার দিচ্ছে উট গিফট অফার। এই অফারে ক্রেতারা ফিজ কিনলে পাচ্ছেন একটা স্ক্রাচ কার্ড আর কার্ড ঘষলেই পাওয়া যাচ্ছে নিশ্চিত নগদ ছাড়সহ আকর্ষণীয় বিভিন্ন গিফট। এর মধ্যে চূড়ান্ত উপহার হিসেবে রয়েছে উটও। মিনিষ্টার ফ্রিজের কম্প্রেসরে দেয়া হচ্ছে ১২ বছরের গ্যারান্টি। সিঙ্গার সিঙ্গার ফ্রিজ/ফ্রিজারে দিচ্ছে ২০% পর্যন্ত ডিসকাউন্ট। কিস্তিতে বিক্রি হচ্ছে সিঙ্গার ফ্রিজ/ফ্রিজার। ৬ মাস পর্যন্ত ‘জিরো’ পার্সেন্ট ইন্টারেষ্ট। রয়েছে ৪০টির অধিক মডেল। নো-ফ্রস্ট ফ্রিজে ৯ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট। প্রধান ব্যাংকগুলোর ক্রেডিট কার্ডে ১২ মাস পর্যন্ত ‘জিরো’ পার্সেন্ট ইন্টারেস্ট। দিচ্ছে ৮ বছর পর্যন্ত ওয়ারেন্টি। ডিপ ফ্রিজে ক্যাপাসিটি ১৩৮ লিটার থেকে ৩৮০ লিটার। এলজি বাটারফ্লাই এলজি ঈদ অফারে রয়েছে ১০ হাজার টাকা পর্যন্ত ক্রাচ কার্ডে ছাড়। ৫ থেকে ১০ বছর কম্পেসার ওয়ারেন্টি। ফ্রিজারের ধারণক্ষমতা ১২০ থেকে ৩২০ লিটার। দাম ২৫৭১৫ থেকে ৩৮৯২০ টাকা। অনলাইন বা নগদ ক্রয়ে রয়েছে ক্যাশ ডিসকাউন্ট। সনি র্যাংগস এই ঈদে র্যাংগস ফ্রিজ ও ডিপ ফিজে ৭ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। ফ্রিজের সঙ্গে আছে স্পেশাল গিফট অফার (কিচেন অ্যাপ্লায়েন্স)। রয়েছে সুদবিহীন ১২ মাসের কিস্তি সুবিধা। কম্প্রেসর ওয়ারেন্টি ১০ বছর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন