শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

৯৩টি বিজ্ঞাপনী ক্যাম্পেইনকে পুরস্কৃত করলো ব্রান্ড ফোরাম

প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দেশের ব্যবসা ও বিপণন ক্ষেত্রে ক্রিয়েটিভ কমিউনিকেনে উৎকর্ষ সাধনের স্বীকৃতি স্বরূপ ২০১৫ সালে প্রচারিত ৯৩টি বিজ্ঞাপনী ক্যাম্পেইন কে পুরস্কৃত করা হয়েছে কমওয়ার্ডের ষষ্ঠ আসরে। সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২৫টি ক্যাটাগরিতে বিজয়ী বিজ্ঞাপনগুলোকে গ্রান্ড প্রী, গোল্ড এবং সিলভার, এই তিন শ্রেণিতে পুরস্কৃত করা হয়। “প্রথম আলো আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৫” এবং “ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প” শীর্ষক দুটি বিজ্ঞাপন সর্বোচ্চ তিনটি করে পুরস্কার পেয়েছে। এবারের সামিটে ৫ জন স্বনামধন্য বক্তা তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরেন- এরা হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্রান্ড স্ট্রাটিজি এন্ড মার্কেটিং কমিউনিকেশনের প্রেসিডেন্ট কৌশিক রায়; ইউনিলিভারের এশিয়া, মধ্যপ্রাচ্য ও তুরস্কের হোমকেয়ার রিজিওনাল ইন্টিগ্রেটেড ব্রান্ড কমিউনিকেশন্স এন্ড মার্কেট ডেভেলপমেন্টের সাবেক পরিচালক ভারত আভালানি; গ্রে গ্রুপ এশিয়া প্যাসিফিকের চেয়ারম্যান এবং সিইও নির্ভিক সিং; বিজনেস ক্রিয়েটিভিটি, ইনোভেশন, চেঞ্জ ও গ্লোবাল বিজনেস প্রভৃতি বিষয়ের লেখক ও বক্তা ফ্রেডরিক হেরেন; এবং গুগলের বাংলাদেশ ও শ্রীলংকার প্রধান ফজল আশফাক। প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বিটপি এডভার্টাইজিং লিমিটেডের সিওও মিঠুন রায়, আইটিসি এর হেড অব মিডিয়া জয়কিশিন তিকাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পলিসি এডভাইজর অনির চৌধুরী, এডকম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নাজিম ফারহান চৌধুরী এবং সামিটের বক্তা ভারত আভালানী। বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন