শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তানি শিশুর প্রতি বিএসএফ’র বদান্যতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

সীমান্তে হত্যায় ভারতের সীমান্তরক্ষীরা সিদ্ধহস্ত। জানা গেছে, ভারতীয় সীমান্তে চলে এসেছিল পাকিস্তানের ৮ বছরের এক শিশু। নাম তার করিম। বিএসএফ জওয়ানদের দেখেই কান্নাকাটি শুরু করে সে। ঘটনাটি ঘটে শুক্রবার রাজস্থানের বারমেড় জেলায়। পাকিস্তানি সীমান্ত লাগোয়া গ্রাম থেকে একটি ৮ বছরের শিশু ঢুকে পড়ে ভারতের সীমান্তে। বিএসএফ জওয়ানদের তা নজরে পড়ে যায়। জওয়ানরা শিশুটির কাছে এগিয়ে যেতেই কান্না জুড়ে দেয় সে। সেই কান্না থামাতে হিমশিম খেতে হয় জওয়ানদের। পানি, বিস্কুট, চকলেট খেতে দেয়া হয় তাকে। এরপর পতাকা বৈঠক করে পাকিস্তানী সেনার হাতে তুলে দেওয়া হয় করিমকে। গুজরাট ফ্রন্টিয়ারের ডিজিপি এম এল গর্গ বলেছেন, শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ ওই শিশু ভারতের সীমান্তে ঢুকে পড়ে। জওয়ানরা এরপর পাক রেঞ্জার্সের হাতে তুলে দেয় শিশুটিকে। প্রসঙ্গত, চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তপ্ত সম্পর্কের মধ্যে পাকিস্তানের সঙ্গে সু-সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে ভারত। টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Jalal sheikh ৫ এপ্রিল, ২০২১, ১২:১১ এএম says : 0
Eita Bangladesh hole shishutake mere felto. Pakistanider bagher moto voi pai bsf
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন