বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

অচিরেই শিল্প হিসেবে ঘোষণা ফ্যাশন ডিজাইনকে

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : অচিরেই শিল্প হিসেবে ঘোষণা করা হবে ফ্যাশন ডিজাইন সেক্টরকে। এসএমই ফাউন্ডেশন আয়োজিত ব্যবসা সংযোগ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এ কথা জানান। এসএমই ফাউন্ডেশন প্রশিক্ষণপ্রাপ্ত ‘এসএমই ফ্যাশন ডিজাইনারদের’ সঙ্গে দেশের ‘ডিজাইন হাউস এবং পোশাক-বিক্রেতা শোরুম-স্বত্বাধিকারীদের’ ব্যবসা সংযোগ স্থাপনের লক্ষ্যে বুধবার সিরডাপ সম্মেলন কেন্দ্রে ব্যবসা সংযোগ বিষয়ক কর্মশালার আয়োজন করে। কর্মশালাটিতে এসএমই ফ্যাশন ডিজাইনার, ডিজাইন হাউস এবং পোশাক-বিক্রেতা শোরুম-স্বত্বাধিকারী, ফ্যাশন ইনস্টিটিউটসমূহের ছাত্র-ছাত্রীবৃন্দ, ফ্যাশন গবেষকরা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সালাহ্উদ্দিন আকবর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন