শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

নিজেদের এমপিকেই পিটিয়েছে ইসরাইলি পুলিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের জমি অধিগ্রহণের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে ইসরাইলি পুলিশের হাতে ব্যাপক মার খেয়েছেন ইসরাইলেরই এক সংসদ সদস্য (এমপি)। গত শুক্রবার তাকে মারধরের ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। বার্তা সংস্থার এপির তথ্যমতে, ভুক্তভোগীর নাম ওফার কাসিফ। তিনি ইসরাইলি সংসদ নেসেটে আরব দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’-এর একমাত্র ইহুদি সদস্য। ভিডিওতে দেখা যায়, কাসিফকে পুলিশ ঘুষি মারছে, ঘাড় চেপে ধরছে, মাটিতে টেনেহিচড়ে নিয়ে যাচ্ছে। একপর্যায়ে পুলিশের এক কমকর্তা এ সংসদ সদস্যের বুকে হাঁটুচেপেও বসেন। পিটুনিতে এমপি কাসিফের চোখ ফুলে ওঠে, শার্ট ছিড়ে ছিন্নভিন্ন হয়ে যায়। জয়েন্ট লিস্টের আরেক এমপি আহমদ তিবি এ ঘটনাকে ‘নির্দয় হামলা’ উল্লেখ করে সংসদীয় সুরক্ষার লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তবে ইসরাইলি পুলিশ দাবি করেছে, এমপি কাসিফই তাদের ওপর আক্রমণ করেছিলেন। একারণে পুলিশ ‘সহনীয় শক্তি’ প্রয়োগ করেছে এবং পরিচয় জানার পরপরই তাকে ছেড়ে দিয়েছে। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেরুজালেম পুলিশের প্রধান ডোরন তুর্গম্যান। ১৯৬৭ সালের যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে ইসরাইল। এটিকে তারা নিজেদের রাজধানী হিসেবে দাবি করে। এজন্য বিভিন্ন সময়ে ইসরাইলিরা ফিলিস্তিনি ভূমি অধিগ্রহণ করে ইহুদি বসতি স্থাপনের উদ্যোগ নিয়েছে। তবে ফিলিস্তিনিরা চায়, শহরটি তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হবে। এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Jack+Ali ১১ এপ্রিল, ২০২১, ১২:২৫ পিএম says : 0
O'Allah wipe out the Cancerous Israel from Palestinian land by Corona Virus. Ameen
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন