শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

চাকরিচ্যুত এসআই গ্রেফতার

ব্যাংক কর্মকর্তাকে আটকে টাকা আদায়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

রাজধানীর পল্লবী থানার সাবেক এসআই মো. আসাদুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। একটি বেসরকারি ব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে আটকে রেখে টাকা আদায় ও অস্ত্রের ভয় দেখিয়ে নারীর সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার তিন সহযোগীকে গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে মাদকাসক্ত থাকায় ডোপ টেস্টে পজিটিভ হয়ে চাকরি হারিয়েছিলেন এই এসআই। এ ঘটনায় আঁখি ওরফে সাথী নামে তার এক সহযোগী পলাতক রয়েছে। গ্রেফতার হওয়া অন্য তিনজন হলেন- জয়নাল, মেহেদি ও আদনান।

পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, ব্যাংক কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে আসাদুজ্জামানসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবদ করা হচ্ছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

পল্লবী থানা সূত্রে জানা যায়, চলতি বছর ডোপ টেস্ট হয় পল্লবী থানার এসআই মো. আসাদুজ্জামানের। ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়। চাকরি হারিয়ে তিনি নানা বেআইনি কাজে নিজেকে জড়িয়ে ফেলেন। গত ৮ এপ্রিল আসাদুজ্জামানসহ তার চার সহযোগী পল্লবীর ১১ নম্বর পলাশনগরের একটি বাসায় ওই বেসরকারি ব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে অবৈধভাবে আটক রেখে ৭ লাখ ১০ হাজার টাকা আদায় করে ছেড়ে দেয়। পরে তিনি বাদী হয়ে গত শুক্রবার (৯ এপ্রিল) পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলার প্রেক্ষিতে আসাদুজ্জামানসহ চারজনকে গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, ব্যাংকের ঋণখেলাপিদের অবস্থান শনাক্ত করে তাদের আইনের আওতায় আনতে প্রায় সময় মাঠ পর্যায়ে তদন্ত করতে যেতে হয় ভুক্তভোগী ব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে। বৃহস্পতিবার ৮ এপ্রিল বিকেল ৪টায় পল্লবীর ১১ নম্বর পলাশনগর মালিক সমিতির মোড়ে সাব্বির হোসেন নামে এক ঋণখেলাপি সম্পর্কে জানতে গোপন তদন্তে বের হন তিনি। পলাশনগরের একটি বাড়িতে গিয়ে সাব্বির হোসেন সম্পর্কে জানতে চাইলে অজ্ঞাত এক ব্যক্তি তাকে বাড়ির ভেতর নিয়ে একটি কক্ষে অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পরে আঁখি ওরফে সাথী নামে একটি মেয়ে ও অজ্ঞাত ছয়জন লোক ওই কক্ষে প্রবেশ করে দরজা আটকিয়ে তাকে এলোপাতাড়ি মারতে থাকেন। এরপর তার কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। সঙ্গে থাকা ডেবিট, ক্রেডিট ও মাস্টার কার্ডগুলো নিয়ে যায়। তারা কার্ডগুলোর পিন নম্বরও নিয়ে নেয়। ব্যাংকের ওই ভাইস প্রেসিডেন্ট জীবন ভিক্ষা চাইলে তার পরিহিত শার্ট, প্যান্ট খুলে গামছা পরিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে আসামি আঁখি ওরফে সাথীকে পাশে বসিয়ে আপত্তিকর ছবি ও মোবাইলে ভিডিও ধারণ করেন। কিছুক্ষণ পর বিভিন্ন ব্যাংকের কার্ডগুলো নিয়ে অজ্ঞাত চারজন বাইরে চলে যায়।

মামলায় আরো বলা হয়েছে, তাকে পাহারা দেয়ার জন্য আঁখিসহ দুইজনকে রেখে যায়। তারা বিভিন্ন ব্যাংকের বুথ থেকে নগদ ৭ লাখ ১০ হাজার টাকা উত্তোলন ও মার্কেটে কেনাকাটা করে। ওইদিন রাত সাড়ে ৮টায় অজ্ঞাত চারজন বাইরে থেকে এসে তাকে ছেড়ে দেয়। এছাড়াও ভয় দেখিয়ে বলে, এ ঘটনা কাউকে জানালে মোবাইলে ধারণকৃত আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
Md Hannan ১২ এপ্রিল, ২০২১, ৩:২৩ এএম says : 0
দেশের আইনশৃঙ্খলা কত অবনতি প্রশাসনের লোকরা অপহরণ করে সাধারন জনগন কোথায় যাবে জাতির কাছে প্রশ্ন
Total Reply(0)
Motahar Alam Kajal ১২ এপ্রিল, ২০২১, ৩:২৩ এএম says : 0
চাকরির অযোগ্য ।
Total Reply(0)
Mohammad Hanif Chowdhury ১২ এপ্রিল, ২০২১, ৩:২৩ এএম says : 0
বর্তমান পুলিশ ৯৬/ভাগ দুর্নীতির,গুম, খুনের সাথে জড়িত
Total Reply(0)
তোফাজ্জল হোসেন ১২ এপ্রিল, ২০২১, ৩:২৪ এএম says : 0
কঠিন শাস্তি দেয়া হোক।
Total Reply(0)
রুবি আক্তার ১২ এপ্রিল, ২০২১, ৩:২৪ এএম says : 0
রক্ষক যদি ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় তাহলে দেশের অবস্থা কোথায় যায়
Total Reply(0)
salman ১২ এপ্রিল, ২০২১, ৫:৩৬ এএম says : 0
ak dom valo Kaj. Ai Janwar k Ah Mirtu Kara dondo dewaa hok
Total Reply(0)
Md. Azadul Islam ১২ এপ্রিল, ২০২১, ৪:৫৯ পিএম says : 0
আমরা সাধারণ মানুষ যাব কই। রক্ষক এখন পুরা দস্তুর ভক্ষক।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন