বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বরফাচ্ছাদিত লেকে গাড়ি হারালেন স্কাল্পটিং দর্শনার্থীরা

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পর্বতারোহীরা গত শনিবার মার্কিন শহর উইনকনসিনের লেক জেনেভা ভ্রমণে আসেন বেশ কিছু গাড়ি নিয়ে। শিকাগোর অদূরবর্তী উইন্টারফেস্টের দর্শনার্থীরা সতর্কতা উপেক্ষা করে তাদের গাড়িগুলো পার্ক করে একটি জায়গায় যেটাকে তারা ভেবেছিল হিমায়িত হ্রদ। জনি মিশেলের ভক্তরা জয়োল্লাসে মত্ত থাকার মধ্যেই উৎসবের ১৫ জন দর্শনার্থী দেখতে পান তাদের কার ও ট্রাকগুলো ৮ বর্গকিলোমিটার এলাকার সুস্বাদু পানির লেকে অর্ধেক ডুবে রয়েছে।
কার মালিকদের অন্যতম লরি ওবারহেলম্যান বলেন, ‘আমরা দলে দলে আমাদের গাড়ি নিয়ে আসছিলাম। কিন্তু সেখানে গাড়ি পার্ক করার মতো যথেষ্ট জায়গা ছিল না। আমরা দেখলাম লেকে অনেক গাড়ি পার্ক করা রয়েছে। মানুষ সব সময় লেকের ওপরই গাড়ি পার্ক করে, সুতরাং ভাবলাম, আমরাও আমাদের গাড়িগুলো লেকেই পার্ক করি। এটা ছিল খারাপ সিদ্ধান্ত’।
স্থানীয় অগ্নি নির্বাপন বিভাগ ১৫টি কার উদ্ধার করেছে যার মধ্যে ১০টি পুরোপুরিই ক্ষতিগ্রস্থ হয়েছে। ইন্স্যুরেন্স দাবি করার মতো কোন কিছু অবশিষ্ট নেই।
লেফটেন্যান্ট এড গ্রিজনার বলেন, সৌভাগ্যের বিষয যে, এটি পুরোপুরি সম্পত্তিগত ক্ষতি। গাড়িগুলো ডুবতে শুরু করার সময় তাতে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। একটি একটি খারাপ দিন, একই সঙ্গে একটি ভালো দিনও। উইন্টারফিস্টে মার্কিন ন্যাশনাল ¯েœা স্কাল্পটিং প্রতিযোগিতা দেখতে এসে কার বা ট্রাক হারানোরা আশপাশে আটকে আছেন। হয়ত প্রিন্সেস এলসা (দাতা হাতেম তাই ধরনের কেউ) এসে তাদের জন্য নতুন করে গাড়ি সংগ্রহ করে দেবেন। লেক জেনেভা এককালে ধনাঢ্য ও বিখ্যাত ব্যক্তিদের খেলার মাঠ ছিল। বরফাচ্ছাদিত এই লেকের পাশে অনেক গ্রীষ্ম কাটিয়েছেন তারা। সূত্র : আরটি।


 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন