বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাংলাদেশে স্থগিত ভারতীয় ভিসা কার্যক্রম

কূটনৈতিক সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২১, ১২:০৬ এএম

বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন তাদের ভিসাকেন্দ্রগুলোতে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। গত বুধবার হাইকমিশন ঘোষণা দেয়, ১৪ই এপ্রিল থেকে বাংলাদেশ সরকার ঘোষিত লকডাউনের কারণে ভিসা প্রক্রিয়া স্থগিত থাকবে।

এর আগে গত বছরের মার্চে বাংলাদেশে কভিড-১৯ শনাক্তের পর ছয় মাসেরও বেশি সময়ব্যাপী ভারতীয় ভিসা প্রদান বন্ধ ছিল। অক্টোবরে ভিসা কার্যক্রম পুনরায় শুরু হয়। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো থেকে ‘ট্যুরিস্ট ভিসা’ ব্যতীত বাকি সব শ্রেণির ভিসাই দেয়া হয় তখন। ২০১৯ সালে বাংলাদেশে ভারতীয় হাই কমিশন ১৬ লাখের বেশি ভিসা ইস্যু করে। ভারতে সর্বাধিক সংখ্যক বিদেশি পর্যটক বাংলাদেশ থেকেই যায়। গত ১৪ই এপ্রিল বুধবার থেকে শুরু হওয়া দেশব্যাপী বাস্তবায়িত লকডাউনের দ্বিতীয় দফায় বাংলাদেশ সরকার বাস, রেলপথ, নৌপথ ও বিমান চলাচলসহ সকল গণপরিবহন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বন্ধ আছে সব ধরনের অফিস; জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে ঘরের বাইরে বের হতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন