শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

দিল্লি জামে মসজিদে কুরআন তেলাওয়াতে মগ্ন দুই প্রবীন

দেশে দেশে মাহে রমজান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২১, ১২:০৫ এএম

আল্লাহ তা‘আলা পবিত্র কুরআন নাযিল করেছেন রমজান মাসে। এ কুরআন হচ্ছে মুসলিম জাতির সংবিধান। কুরআনের নির্দেশ ও নিষেধাজ্ঞা পালনের পাশাপাশি এটি তেলাওয়াতেও রয়েছে বিপুল পরিমাণ সওয়াব। মহানবী (স.) এরশাদ করেন, ‘যে ব্যক্তি কুরআনের একটি হরফ পাঠ করবে সে একটি সওয়াব অর্জন করবে। আর একটি সওয়াবকে দশ গুণে বৃদ্ধি করা হয়। আমি বলি না, আলিফ-লাম-মীম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মীম একটি অক্ষর’। মহানবী (স.) আরো বলেছেন, রমজান মাসে প্রতিটি নে আমলের সওয়াব দশ থেকে সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সেই ফযিলত লাভের জন্য আমাদের বেশি বেশি কুরআন তেলাওয়াত করা অপরিহার্য।
করোনা মহামারীর কারণে পৃথিবীর বিভিন্ন দেশে লকডাইন, কারফিউসহ নানা ধরনের নিষেধাজ্ঞা বহাল আছে। মানুষ ঘরে অবস্থান করছেন। এটিকে আল্লাহর পক্ষ থেকে সুযোগ হিসেবে গ্রহণ করে মুসলিমরা পবিত্র কুরআন তেলাওয়াতে সময়কে কাজে লাগাতে পারেন। যেমনটি দেখা গেল দিল্লি জামে মসজিদে গত বুধবার। রমজানের প্রথম দিন জামে মসজিদের বারান্দায় দূরত্ব বজায় রেখে কুরআন তেলাওয়াতে মগ্ন দুই প্রবীন ব্যক্তি। আর এই দৃশ্য ধারণ করেছেন এপির পক্ষে মানিষ স্বরূপ। সূত্র : ইনসাইডার।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
A.u. Aman ১৬ এপ্রিল, ২০২১, ১:২২ এএম says : 0
সুবহানাল্লাহ
Total Reply(0)
মিরাজ আলী ১৬ এপ্রিল, ২০২১, ১:২৩ এএম says : 0
হে আল্লাহ আমাদের মনোযোগ সহকারে কুরআন তেলাওয়াতের তৌফিক দাও।
Total Reply(0)
জান্নাতুল মাওয়া ১৬ এপ্রিল, ২০২১, ১:২৩ এএম says : 0
দুই প্রবীনের জন্য দোয়া ও ভালো বাসা রইলো্
Total Reply(0)
হাদী উজ্জামান ১৬ এপ্রিল, ২০২১, ১:২৪ এএম says : 0
পবিত্র কুরআন তেলাওয়াতেই প্রকৃত তৃপ্তি আছে।
Total Reply(0)
তপন ১৬ এপ্রিল, ২০২১, ১:২৪ এএম says : 0
দোয়া করি এই রোজাতেও যাতে এক খতম দিতে পারি।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন