শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শেখ ইউসুফ আল-কারজাভি করোনায় আক্রান্ত : দোয়া কামনা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২১, ১১:৩৬ এএম

বর্তমান বিশ্বের অন্যতম ইসলামিক স্কলার মিসরীয় বংশদ্ভুত কাতারি আলেম ও মুসলিম আলেমদের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের প্রতিষ্ঠাতা শেখ ইউসুফ আল-কারজাভি করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। শনিবার তার ব্যক্তিগত টুইটার একাউন্টে এই তথ্য নিশ্চিত করা হয়।

টুইট বার্তায় বলা হয়, ‘শেখ আল-কারজাভি করোনায় সংক্রমিত হয়েছেন। তিনি সুস্থই আছেন। সমস্ত প্রশংসা আল্লাহর। তিনি চিকিৎসা সেবা নিচ্ছেন। অনুসারীদের তিনি আশ্বস্ত করছেন এবং তার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।’

পরে তার ছেলে আবদুর রহমান ইউসুফ আল-কারজাভি শেখ আল-কারজাভির করোনা সংক্রমিত হওয়ার তথ্য নিশ্চিত করেন।

মিসরে জন্ম হলেও ৯৪ বছর বয়সী শেখ আল-কারজাভি দীর্ঘদিন কাতার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স ছাড়াও তিনি ইউরোপিয়ান কাউন্সিল ফর ফতোয়ার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কাতারেই অবস্থান করছেন।

সূত্র : আরব নিউজ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Morshed ১৮ এপ্রিল, ২০২১, ২:১৮ পিএম says : 0
আল্লাহ উনাকে দ্রুত সুস্থ করে দিক। আমীন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন