সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী পবিত্র রমজান মাসে নগরীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ নিশ্চিত করার আহবান জানিয়েছেন। তিনি গতকাল সোমবার নগরীর পাঠানটুলী ওয়ার্ডে ক্র্যাশ প্রোগ্রামের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযানকালে ওয়াটসঅ্যাপ সংযোগের মাধ্যমে এ আহবান জানান।
তিনি বলেন, রমজান মাসে নগরবাসীর দুর্ভোগ লাঘবে সেবা নিশ্চিত করতে হবে। কর্তৃপক্ষের প্রতিশ্রুতির পরও নগরীর কোন কোন এলাকায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট চলছে এবং ওয়াসার নিয়ম মাফিক পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। গ্রীষ্মকালের তীব্র তাপদাহের সময় বিদ্যুৎ ও পানি সরবরাহ লাইনের বিপর্যয় সাময়িক হলেও রমজান মাসে রোজাদারদের জন্য এই ভোগান্তি দুঃসহ ও মারাত্মক।
এ সময় কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর, এখলাছুর রহমান, সামসুল হক প্রমুখ মেয়রের সাথে ছিলেন। এদিকে টেরি বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ঈদের আগে মার্কেট খুলে দেয়াসহ বিভিন্ন দাবিতে মেয়রের কাছে একটি স্মারকলিপি পেশ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন