শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ভিজিএফএর আর্থিক সহায়তা প্রদান স্থগিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

সারাদেশে উপজেলা এবং পৌরসভাওয়ারী ত্রাণ কার্য(নগদ) অর্থ এবং ভিজিএফএর আর্থিক সহায়তা প্রদান স্থগিত করেছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-১ শাখা থেকে এ সংক্রান্ত চিঠি সকল জেলা প্রশাসককে পাঠানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মো. শাহজাহান স্বাক্ষরিত চিঠি সম্প্রতি সকল বিভাগীয় কমিশনার ও ডিসিকে পাঠানো হয়েছে।চিঠিতে বলা হয়, আসন্ন রমজান উপলক্ষ্যে দেশের দরিদ্র ও দুস্থ পরিবারের সাহায্যার্থে যে মঞ্জুর আদেশ প্রদান করা হয়েছে এবং গত ৩১ মার্চ তারিখে যে স্বারক মোতাবেক পরিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে দেশের সকল উপজেলা ও পৌরসভাওয়ারী ভিজিএফএর যে আর্থিক মঞ্জুরি আদেশ প্রদান করা হয়েছে তা পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আপাতত: বিতরণ কার্যক্রম স্থগিত থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তা চিঠিতে বলা হয়য়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন