কর্পোরেট রিপোর্টার : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৬ দিন ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। আজ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ শেষে ১৭ সেপ্টেম্বর থেকে বন্দরের সব কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার চালু থাকবে। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা জানান, ঈদ উপলক্ষে ৬ দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে শনিবার বি/ই এর অনুকূলে বন্দর দিয়ে আমদানিকৃত পণ্য আমদানিকারকরা কোনো কারণে ডেলিভারি নিতে না পারলে সেক্ষেত্রে শুধু রোববার বন্দরের ভেতর থেকে সেসব পণ্য ডেলিভারি দেওয়া হবে।হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, ৬ দিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাত্রী পারাপার চালু থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন