মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খুলনায় পচা খাবার বিক্রি দুই প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২১, ১২:১৩ এএম

খুলনা মহানগরীর আহসান আহমেদ রোডে সাতক্ষীরা ঘোষ ডেয়ারি ও সোনাডাঙ্গার মজিদ সরণীর খান ডিপার্টমেন্টাল স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল বৃহস্পতিবার দুপুরে অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিনি জানিয়েছেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে আহসান আহমেদ রোডের সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে এবং নির্ধারিত দামের অতিরিক্ত দামে ডাল ও ছোলা বিক্রির দায়ে সোনাডাঙ্গাস্থ গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের বিপরীতের খান ডিপার্টমেন্টাল স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টিসিবি’র বিক্রয় কার্যক্রম তদারকি করাসহ ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে মাইকিং করা, লিফলেট, প্যামপ্লেট বিতরণ, মাস্ক বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন