শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

রিটের শুনানি গ্রহণ করবেন হাইকোর্ট

বাঁশখালীতে সাত শ্রমিক হত্যা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২১, ১২:০৫ এএম

বাঁশখালীতে কয়লাভত্তিক বিদ্যুৎ কেন্দ্রে ৭ শ্রমিক হত্যার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি নেবেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এম.ইনায়েতুর রহিম এবং বিচারপতি সরদার মো.রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ রিটটি শুনানির জন্য গ্রহণ করেছেন। এ তথ্য জানিয়েছেন রিটকারী ‘আইন ও সালিশ কেন্দ্র’র অ্যাডভোকেট সৈয়দা নাসরিন। তিনি জানান, সোমবার রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় থাকবে। এর আগে ২২ এপ্রিল চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র’র শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫ জন নিহত এবং পরবর্তীতে চিকিৎসাধীন আরও ২ জনের মৃত্যুসহ ৭ হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা রিট করে আইন ও সালিশ কেন্দ্র। রিটে পুলিশের গুলিতে নিহত প্রত্যেক পরিবারকে ৩ কোটি টাকা ও আহত প্রত্যেকের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। গত ১৮ এপ্রিল শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে পুলিশের গুলিতে নিহত প্রত্যেক পরিবারকে ৩ কোটি টাকা ও আহত প্রত্যেকের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

এছাড়া নিহত ও আহত শ্রমিকের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে নোটিশে। এরই ধারাবাহিকতায় উপরোক্ত রিট দায়ের করা হয়। রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, শিল্প সচিব, বাণিজ্য সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন