সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

টেক্সটাইলের বিষাক্ত রং মিশিয়ে সেমাই তৈরি

৪ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

ঢাকার সাভারে টেক্সটাইলের বিষাক্ত রং ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অভিযোগে একটি কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে সাভারে বলিয়ারপুরস্থ মধুমতি মডেল টাউনে নাছির ফুড প্রোডাক্ট অ্যান্ড বেকারি নামে প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়। এসময় ৮০ কার্টুন সেমাই জব্দ করে ধ্বংস করা হয়েছে। যার মূল্য প্রায় দুই লাখ টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, নাছির ফুড প্রোডাক্ট অ্যান্ড বেকারিতে টেক্সটাইল মিলে ব্যবহৃত ক্ষতিকর বিষাক্ত রং মিশিয়ে সেমাই উৎপাদন ও বিক্রি করে আসছিল প্রতিষ্ঠানটি। এছাড়া কারখানার পরিবেশ ছিল খুবই নোংরা ও অস্বাস্থ্যকর। কারখানাটিতে বিএসটিআইএর কোন অনুমোদনও ছিল না। তাই কারখানা কর্তৃপক্ষকে চার লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতের জন্য সর্তক করে দেয়া হয়েছে। অভিযানে র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম ও বিএসটিআইয়ের কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Azad mullah ২৭ এপ্রিল, ২০২১, ৫:২৬ এএম says : 0
একটা প্রতিষ্ঠান মানুষ মারার কাজ খাবারের সাথে বিস মিসিয় মানুষের জানের খতি করবে আর থাকে মাত্র কিছু টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হলো তা টিক হয় নাই এই রকম প্রতিষ্ঠান কে জরিমানার সাথে সাথে কার খানা চির তরে বন্ধ করতে হবে আর মালিক ও কর্মচারী সহ সবাইকে কারাদণ্ড ও দিতে হবে
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন