শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মাছ চাষিদের নগদ প্রণোদনা ও ঋণ-সুদ মওকুফ করার দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

মাছচাষীদের দুরবস্থা বিবেচনা করে নগদ প্রণোদনা, ঋণ পুনঃতফসিল ও সুদ মওকুফ করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। গতকাল বুধবার সংগঠনটির সদস্য সচিব আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

মৎস্যজীবী দলের আহবায়ক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও সদস্য সচিব আব্দুর রহিম বলেন, প্রায় প্রতি টন মাছ উৎপাদনে খরচ পড়ে ৩ হাজার ৫০০ টাকা অর্থাৎ এক কেজি মাছ উৎপাদনে খরচ পড়ে ৯৫-৯৮ টাকা। আর মাছ বিক্রি করে প্রতি কেজিতে চাষীরা পাচ্ছেন ৭০-৮৫ টাকা। এই অবস্থায় মৎস্যচাষীরা কোথায় যাবে? মাছের দাম কমতে কমতে এমন পর্যায়ে পৌছেছে যে, লাখ লাখ মৎস্যচাষীরা আজ ঋণে ক্লান্ত, এমনকি বেঁচে থাকার আশাটুকুও হারিয়ে ফেলেছে। মৎস্যচাষীদের দুরাবস্থা বিবেচনা করে তাদেরকে নগদ প্রনোদণা, ঋণ পুণঃতফসিল ও সুদ মওকুফ এর মাধ্যমে পুনরুজ্জীবিত করার যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তা সচল ও মাছ উৎপাদনে ধারাবাহিকতা রক্ষা জরুরি।

মৎস্যজীবী নেতৃদ্বয় বলেন, ভুলে গেলে চলবে না এই মৎস্য থেকে আমাদের ৭০% আমিষের চাহিদা পুরণ হয়ে থাকে এবং মাছ বিদেশে রপ্তানির মাধ্যমে জিডিপিতে প্রায় ৯ ভাগ অর্থ যুক্ত হয়। প্রায় আড়াই কোটি মানুষ বিভিন্নভাবে মৎস্যখাতের সাথে যুক্ত আছে যা বাংলাদেশের মোট জনসংখ্যার ১০ ভাগ। বৃহত্তর বেকার কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশের অর্থ ও সামাজিক উন্নয়নে মৎস্য খাতের অবদান অনস্বীকার্য। ভাতে-মাছে বাঙালি খ্যাত বাংলাদেশে ভাতের পরেই মাছের স্থান এবং বৈদেশিক আয়ের মাধ্যমে দ্বিতীয় স্থানে রয়েছে।
জাতীয়তাবাদী মৎসজীবী দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব এবং সদস্য সচিব আব্দুর রহিম মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে সরকারকে অনতিবিলম্বে মৎস্যজীবীদের রক্ষায় সর্বাত্মক কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন