কর্পোরেট ডেস্ক : আন্তর্জাতিক বাজারে কমতির দিকে রয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। শুক্রবার পণ্যটির দাম কমলেও সাপ্তাহিক হিসাবে তা ছিল বাড়তির দিকে। জ্বালানি তেলের উত্তোলনসীমা আরোপ নিয়ে ইতিবাচক ইঙ্গিত আসায় ঊর্ধ্বমুখী হয়ে ওঠে এর বাজার। তবে সপ্তাহের শেষ দিনে পণ্যটির দরপতন বেশ অবাক করেছে বাজার-সংশ্লিষ্টদের। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) অক্টোবরে সরবরাহের চুক্তিতে যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলে ১ দশমিক ৭৪ ডলার কমেছে। ৩ দশমিক ৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয়েছে ৪৫ দশমিক ৮৮ ডলারে। ডবিøউটিআইয়ের দর কমলেও সাপ্তাহিক হিসাবে ৩ দশমিক ২ শতাংশ বেড়েছে। অন্যদিকে লন্ডনের ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট তেলের দাম কমেছে ব্যারেলে ১ দশমিক ৯৮ ডলার। নভেম্বরে সরবরাহের চুক্তিতে শুক্রবার ৪ শতাংশ কমে প্রতি ব্যারেল জ্বালানি তেল বিক্রি হয়েছে ৪৮ দশমিক শূন্য ১ ডলারে। সাপ্তাহিক হিসাবে মোট ২ দশমিক ৫ শতাংশ কমেছে ব্রেন্ট তেলের দাম। নিমেক্সে অপরিশোধিত জ্বালানি তেলের সঙ্গে তাল মিলিয়ে কমেছে অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের দাম। শুক্রবার গ্যালনে ৫ দশমিক ৫ সেন্ট বা ৩ দশমিক ৯ শতাংশ কমেছে গ্যাসোলিনের দাম। অক্টোবরে সরবরাহের চুক্তিতে এদিন প্রতি গ্যালন গ্যাসোলিন বিক্রি হয়েছে ১ দশমিক ৩৬১ ডলারে। তবে সাপ্তাহিক হিসাবে মোট ৪ দশমিক ৬ শতাংশ বেড়েছে হিটিং অয়েলের দাম। অন্যদিকে অক্টোবরে সরবরাহের চুক্তিতে ৩ দশমিক ৫ শতাংশ কমেছে হিটিং অয়েলের দাম। শুক্রবার ৫ দশমিক ২ সেন্ট কমে প্রতি গ্যালন হিটিং অয়েল বিক্রি হয়েছে ১ দশমিক ৪৩ ডলারে। কমলেও সাপ্তাহিক হিসাবে মোট ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে পণ্যটির দাম। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) জানিয়েছে, ৯ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে জ্বালানি তেলের সরবরাহ ১ কোটি ৪৫ লাখ ব্যারেল কমেছে, যা ১৯৯৯ সালের ১ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহের পর সর্বনিম্ন। অন্যদিকে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ কমেছে ১ কোটি ২১ লাখ ব্যারেল। ২৬-২৮ সেপ্টেম্বর আলজেরিয়ায় এক বৈঠকের আয়োজন করতে যাচ্ছে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন