আহলে সুন্নাত ওয়াল জমা‘আতের পক্ষ থেকে এবারের ফিতরা ৭০ টাকা ঘোষণা করা হয়েছে। জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান, আহলে সুন্নাত ওয়াল জমা‘আতের চেয়ারম্যান আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দীন আশরাফী, কো-চেয়ারম্যান আল্লামা হাফেয মোহাম্মদ সোলাইমান আনছারী, প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আব্দুল ওয়াজেদ, মহাসচিব মাওলানা সৈয়দ মসিহুদ দৌলা প্রমুখ এক বিবৃতিতে বলেন, বিশেষ সতর্কতা এবং নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পরিমাণে ২ সের ৩ ছটাক আধা তোলা অথবা ২ কেজি ৫০ গ্রাম গমের আটা বা গম ফিতরা হিসাবে মাথাপিছু আদায় করা আবশ্যক। বর্তমান খোলা বাজারে উন্নত মানের ২ কেজি ৫০ গ্রাম গমের আটার মূল্য হিসাবে সর্বসাকুল্যে ফিতরা ৭০ টাকা ধার্য করা হয়। সকল সক্ষম মুসলমানের জন্য তার নিজের এবং পরিবারের সদস্যদের মধ্যে নাবালেগ ছেলে-মেয়ে ও বালেগা অবিবাহিতা মেয়ের ফিতরা আদায় করা ওয়াজিব। ঈদের নামাজের পূর্বে ফিতরা আদায় করা মুস্তাহাব। আলেমগণ স্বাস্থ্যবিধি মেনেই ঈদের জামাত আদায়সহ ঈদ উদযাপনের আহবান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন