শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় ৪০ হাজার টাকা জরিমানা

দুই সেমাই কারখানায় অভিযান

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার : | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ১২:০০ এএম

কুষ্টিয়া জেলা শহরের বিভিন্ন সেমাই প্রস্তুত কারখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে গতকাল মোবাইল কোর্ট অভিযান পরিচালিত। অভিযান পরিচালনাকালে ০৪ টি সেমাই কারখানার কার্যক্রম মনিটরিং করা হয় এবং ০২ টি কারখানায় ইঝঞও এর অনুমোদন ব্যতীত সেমাই উৎপাদন ও লোগো ব্যাবহার করে সেমাই বাজারজাত করার অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন-২০১৮ এর ৩০ ও ১৫ ধারায় ০২ মামলায় মোট ৪০ হাজার (চল্লিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ও মুনমুন নাহার আশা এর ভ্রাম্যমাণ আদালতে উক্ত শাস্তি প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে জেলা পুলিশ, কুষ্টিয়া ও প্রসিকিউটিং এজেন্সি হিসেবে বিএসটিআই, খুলনা সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন