রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন ফাতেমা বেগম (২৫) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় ঘটে এ হত্যাকাÐের ঘটনা। নিহত ফাতেমা বেগম উপজেলার পাড়াগাঁও এলাকার রওশন আলীর মেয়ে।
এ ঘটনায় নিহত গৃহবধূর পিতা রওশন আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন, ঘাতক স্বামী শফিকুল ইসলাম, দেবর নজরুল ইসলাম ও শাশুড়ি মাসুদা বেগম। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ছাব্বির আহাম্মেদ জানান, মাছিমপুর এলাকার স্বামীর ঘরে গৃহবধূ ফাতেমা বেগমের লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের ধারণা, পারিবারিক বিষয়াদি নিয়ে শফিকুল ইসলাম তার স্ত্রী ফাতেমা বেগমকে গলাটিপে হত্যা করেছে। তবে, ময়না তদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা বলা যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন