বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সোহরাওয়ার্দী উদ্যানে রেস্তোরাঁ নির্মাণের পরিকল্পনা বাতিল করুন : জাসদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০২১, ৮:০৯ পিএম

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রেস্তোরাঁ নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার (৬ মে) দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ দাবি জানান। তারা বলেন, সামরিক শাসক জিয়া (সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান) জাতীয় গৌরবের ঐতিহাসিক স্মারকচিহ্ন মুছে ফেলতে সোহরাওয়ার্দী উদ্যানের অংশবিশেষে শিশুপার্ক স্থাপন করেছিলেন।

পরবর্তী সময়ে একই অপচেষ্টার অংশ হিসেবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জায়গা দখল করে শাহবাগ থানা স্থাপন করা হয়েছিল। তারা বলেন, জাতীয় গৌরবের স্মারকচিহ্ন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কোনো বিবেচনাতেই রেস্টুরেন্ট বা বাণিজ্যকেন্দ্র স্থাপন সমর্থন যোগ্য নয়। তারা বলেন, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে রেস্টুরেন্ট বা বাণিজ্যকেন্দ্র স্থাপনের অপচেষ্টা চললে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন