সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নতুন জনপ্রশাসন সচিব আলী আজম শিল্পে জাকিয়া

সিলেটের নতুন বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মে, ২০২১, ১২:০১ এএম

শিল্প মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।

গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব চালিয়ে আসা শেখ ইউসুফ হারুন আগামী ১৫ মে অবসরত্তোর ছুটিতে যাচ্ছেন। তিনি শেখ ইউসুফ হারুনের স্থলাভিষিক্ত হচ্ছেন কে এম আলী আজম।

১৯৮৯ সালে সরকারি চাকরিতে যোগ দেওয়া কে এম আলী আজম শিল্প মন্ত্রণালয়ে আসার আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নতুন শিল্প সচিবের দায়িত্ব পেয়েছেন জাকিয়া সুলতানা যিনি জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আর অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সত্যজিৎ কর্মকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছে।
এদিকে সিলেটের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. খলিলুর রহমান। অন্যদিকে সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মশিউর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের পদটি সচিব পদমর্যাদার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন