শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিশ্ব মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত হেনেছে

আল-আসকায় ইসরাইলী হামলা বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মে, ২০২১, ১২:০০ এএম

জেরুজালেমে আল-আসকায় নামাজরত মুসল্লিদের ওপর ইহুদিবাদী ইসরায়েলী বাহিনীর বর্বরোচিত হামলায় মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত হেনেছে। অবিলম্বে ফিলিস্তিনীদের ওপর ইসরায়েলী নির্যাতন বন্ধ করতে হবে। প্রয়োজনে জেরুজালেম উদ্ধারে মুসলিম জাতিসঙ্ঘ গঠন করতে হবে। শুক্রবার রাতে নামাজরত মুসল্লিদের ওপর ইসরায়েলী বাহিনীর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে এসব কথা বলেন।

আল কুদস কমিটি বাংলাদেশ : ইসরাইল আল-আকসায় মুসল্লিদের ওপর বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এক যুক্ত বিবৃতিতে আল-কুদস কমিটি বাংলাদেশের সভাপতি প্রফেসর ডঃ শাহ কাউসার মোস্তফা আবুলউলাই ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান বলেছেন, আল-আকসায় ইসরাইলি বাহিনী বর্বরোচিত হামলা করে প্রায় দুই শতাধিক মুসল্লি আহত করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। আরব বিশ্বের ক্যান্সার খ্যাত ইসরাইল উড়ে এসে জুড়ে বসে ফিলিস্তিনের অধিবাসীদের উপর হামলা করে একের পর এক জঘন্য ঘটনার জন্ম দিচ্ছে। ফিলিস্তিনীরা স্বাধীনভাবে জীবন যাপন এবং ইবাদত বন্দেগী করতে পারছে না। যুগের পর যুগ ধরে ফিলিস্তিনীদের ওপর ইসরাইল রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে তাদের দখলদারিত্ব বজায় রেখেছে। পবিত্র রমজান মাসে মুসল্লিদের আহত করে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে। বিশ্ব মুসলিমের প্রতি আমাদের আহবান ঐক্যবদ্ধ হয়ে আল-আকসা উদ্ধারে সোচ্চার হোন। বাংলাদেশ মুসলিম লীগ : জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর ইহুদীবাদী ইসরায়েলী বাহিনীর বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি সাবেক এমপি এডভোকেট বদরুদ্দোজা সুজা, মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আবদুল আজিজ হাওলাদার, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, আনোয়ার হোসেন আবুড়ী, সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, শেখ আব্দুল কাইয়ুম যশোরী ও অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান এক যুক্ত বিবৃতিতে বলেন, পবিত্র জুমাতুল বিদার রাতে নামাজরত মুসল্লিদের ওপর হামলা বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত হেনেছে। বিশ্ব মুসলিম ও মানবতাবাদীদের দৃষ্টি আকর্ষণ এবং আহতদের আরোগ্য কামনা করছি।
ইসলামী ঐক্য আন্দোলন : ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারী জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান এক বিবৃতিতে সম্প্রতি ইসরায়েলী বাহিনী মসজিদে আল-আকসায় মুসলমানদের পবিত্র তারাবির নামাজ চলাবস্থায় অতর্কিত গুলিবর্ষণ এবং ন্যাক্কার জনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি জানিয়েছেন। তিনি বলেন, পবিত্র রমজান মাস ও তারাবির নামাজ বিশ্বমুসলিমের নিকট অত্যন্ত গুরুত্ববহ। বিশ্বমুসলিম এ মাসে ইবাদত-বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের জন্যে সিয়াম সাধনার সাথে রাত জেগে তারাবির নামাজ আদায় করে থাকে অত্যন্ত গুরুত্বসহকারে। এ মাসে রয়েছে কোরআন অবতীর্ণের রাত লাইলাতুল কদর। ফিলিস্তিনের মুসলমানরা গত শুক্রবার রাতে তারাবির নামাজ পড়া অবস্থায় ইসরাইলের সন্ত্রাসী বাহিনী নিরস্ত্র মুসলমানদের উপর অতর্কিত গুলি বর্ষণ করে শত শত মুসলমানকে আহত করেছে। পবিত্র আকসাকে রক্তাক্ত করেছে। স্পষ্টত এ হামলা মুসলমানদের ধর্মীয় অধিকারের উপর অনাধিকার হস্তক্ষেপ এবং মানবাধিকারের লঙ্ঘন। তিনি এ সন্ত্রাসীকান্ডে আরব লীগ এবং ওআইসির নীরব ভূমিকারও সমালোচনা করে বলেন, সময় এসেছে বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে এবং মুসলমানদের অধিকার রক্ষা ও বায়তুল মুকাদ্দাস এবং জেরুজালেম মুক্ত করণে প্রয়োজনে আলাদা মুসলিম জাতিসংঘ গঠন করতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন