শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

কাল থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু

প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : ঈদুল আজহার ছুটি শেষে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কার্যক্রম শুরু হবে কাল থেকে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ঈদুল আজহা উপলক্ষে সাধারণ সরকারি ছুটি ছিল ১২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ক্ষমতাবলে ১১ সেপ্টেম্বর শর্ত সাপেক্ষে ছুটি দিয়েছেন। ৯ ও ১০ সেপ্টেম্বর শুক্র ও শনিবার। এতে ৯ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত টানা ছয় দিন ছুটি কাটানোর সুযোগ পান সরকারি কর্মজীবীরা। তবে ডিএসই ও সিএসইর কর্তৃপক্ষ ১৫ সেপ্টেম্বরও তাদের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এতে ৯ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পায় দুই পুঁজিবাজারের কর্মকর্তা-কমচারীরা। এ সময় পুঁজিবাজারের লেনদেন ও অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে। সরকারি ঘোষণার সঙ্গে সঙ্গতি রেখে গত ১১ সেপ্টেম্বরের কর্মদিবসের পরিবর্তে ২৪ সেপ্টেম্বর ডিএসই ও সিএসইর লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন