শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

আগস্টে বেশি রাজস্ব দিয়েছে ডিএসই

প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত জুলাই মাসের তুলনায় আগস্টে প্রায় আড়াই কোটি টাকা বেশি রাজস্ব দিয়েছে। গত মাসে ডিএসই উৎসে কর বাবদ রাজস্ব দিয়েছে ১০ কোটি ৮৮ লাখ টাকা। জুলাইয়ে যা ছিল ৮ কোটি ৪৮ লাখ টাকা। আইন অনুযায়ী, সাধারণ বিনিয়োগকারী ও তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার কেনাবেচা থেকে উৎসে কর কাটা হয়। আয়কর আইনে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচার ওপর শূন্য দশমিক ১০ শতাংশ উৎসে কর ধার্য আছে। এছাড়া উদ্যোক্তা ও পরিচালক বা প্রাইভেট প্লেসমেন্টের ক্ষেত্রে শেয়ার হস্তান্তরে ক্রয় ও বিক্রয়মূল্যের পার্থক্যের ওপর উৎসে ৫ শতাংশ হারে কর কেটে রাখা হয়। সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচা থেকে গত মাসে কর এসেছে সাড়ে ৯ কোটি টাকা, যা জুলাইয়ের তুলনায় ৩ কোটি ২৬ লাখ টাকা বেশি। জুলাইয়ে ৬ কোটি ৩৭ লাখ টাকা কর আদায় হয়েছিল। ডিএসইর তথ্য অনুযায়ী, গত মাসের ২১ কার্যদিবসে এ বাজারে সর্বমোট ৯ হাজার ৬২৯ কোটি ৩০ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়। জুলাই মাসে ১৭ কার্যদিবসে কেনাবেচা হয়েছিল ৬ হাজার ৫৭৩ কোটি ৬২ লাখ টাকার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন