মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ইন্দোনেশিয়ায় চোলাই মদ খেয়ে মৃত ২৬

প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক ঃ ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় জাভায় চোলাই মদ খেয়ে ২৬ জন মারা গেছে। স্থানীয় পুলিশ গতকাল জানিয়েছে, যোগজাকার্তা শহরের উত্তরে সিøম্যানের এক দম্পতির কাছ থেকে কেনা ঘরে তৈরি মদ খেয়ে অধিকাংশ মারা গেছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। সিøম্যানের পুলিশ প্রধান ইয়ুলিয়ান্তো জানান, মারা যাওয়া অধিকাংশই শিক্ষার্থী। গত বুধবার প্রথম একজনের মারা যাওয়ার খবরের পরপরই অন্যদের খবর জানা গেছে।
পুলিশ ওই দম্পতিকে আটক করেছে। কারণ তাদের তৈরি মদ খেয়ে ২২ জন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। অপর একজনের মদ খেয়ে বাকী ৪ জন মারা গেছে। তাকেও গ্রেফতার করা হয়েছে।
মুসলিমপ্রধান দেশ ইন্দোনেশিয়ায় এর আগেও চোলাই মদ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। জাভায় ২০১৪ সালে নতুন বছর উদযাপনকালে অতিরিক্ত মদ খেয়ে ১২ জনেরও বেশি মারা গেছে। বালি দ্বীপে ২০০৯ সালে তালের রসের তৈরি মদ খেয়ে মারা গেছে ২৫ জন। এদের মধ্যে চারজন ছিল বিদেশি।
গতবছর কর্তৃপক্ষ মদ বিক্রির ক্ষুদ্র দোকানপাটের ওপর নিষেধাজ্ঞা জারি করে। স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতারা সতর্ক করেছিল, এর ফলে লোকজনের কালোবাজার থেকে মদ কেনার প্রবণতা বাড়বে। সূত্র : এএফপি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন