ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল বারী ফয়েজী বলেছেন, এ অশান্তিময় পৃথিবীতে মহানবী মোহাম্মদ (স.) এর আদর্শ ছাড়া শান্তি আসবে না। আমাদের মাঝে আজ নবী মোহাম্মদ (স.) এর আদর্শ নেই বলেই সারা পৃথিবীতে মহামারী করোনাভাইরাসসহ বিভিন্ন অশান্তি দেখা দিয়েছে। কাজেই আমাদের মাঝে নবী করিম (স.) এর আদর্শ প্রতিষ্ঠিত করতে হবে। দ্বীনি প্রতিষ্ঠান মাদরাসাগুলো খুলে দিতে হবে। কারণ এ দ্বীনি প্রতিষ্ঠান মাদরাসায় নবী মোহাম্মদ (স.) এর আদর্শ শিক্ষা দেয়া হয়। এগুলোতে মাসুম শিশু শিক্ষার্থীদের প্রতিদিন বেশ কয়েকবার দোয়া ইস্তেগফার করা হয়। সর্বশেষ মাওলানা আবদুল বারী ইহুদীদের বর্বর হামলার নিন্দা জানান এবং মুসলিম দেশগুলোকে ইহুদীদের বিরুদ্ধে এগিয়ে আসার আহবান জানান।
তিনি গতকাল ইসলামী আন্দোলন নরসিংদী জেলা শাখা আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। বক্তব্য রাখেন-ইসলামী আন্দোলন নরসিংদীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি কাওছার আহম্মেদ, ডা. মো. ইদ্রিছ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, এম এম মাহাদী হাসান, ইশা ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি জিএম মোবারক হোসাইন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন