সিনিয়র সাংবাদিক ও খ্যাতিমান অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে সচিবালয়ে হেনস্তা এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। সংগঠনের সভাপতি মামুন ফরাজী ও সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয় এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।
দপ্তর সম্পাদক মনির আহমেদ জারিফের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন, রোজিনা ইসলাম বেশ কিছুদিন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছিলেন। যে কারণে মন্ত্রণালয়ের বেশ কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা তার ওপর ক্ষুব্ধ ছিল। সোমবার নিয়মিত সংবাদ সংগ্রহের কাজে সচিবালয়ে গেলে ওইসব কর্মকর্তারা তাকে প্রায় ৬ ঘণ্টা আটকে রেখে হেনস্তা করে। পরবর্তীতে তাকে পুলিশের নিয়ন্ত্রণে দেয়া হয়, যা অত্যন্ত গর্হিত এবং ফৌজদারি অপরাধ। আমরা এর জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। নেতারা বলেন, অবিলম্বে রোজিনাকে মুক্তি দিয়ে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন