খুলনা মহানগরীতে ডিজিটাল ডিভাইসে সিগারেটের বিজ্ঞাপন দেওয়ার অপরাধে সিগারেট কোম্পানির দুই প্রতিনিধিকে অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার দুপুরে নগরীর দৌলতপুরের ‹বাপ্পি টি স্টোরে› অভিযান চালিয়ে তাদের দন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্তরা হলেন, নগরীর ময়লাপোতা এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে এস এম শামীম কবীর ও নগরীর সোনাডাঙ্গা থানাধীন শেখ পাড়া রোডের মো. আবুল কাসেমের ছেলে মো: তৌহিদুর রহমান। তারা ‹ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ› এ বিক্রয় প্রতিনিধি পদে কর্মরত। ডিজিটাল ভিভাইসে বিজ্ঞাপন দেখিয়ে ওই কোম্পানিটির সিগারেট, দেয়াশলাই ও গ্যাস লাইটার বিনামূল্য প্রদান করছিলেন। এদের মধ্যে এস এম শামীম কবীরকে ১০ দিনের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং মো. তৌহিদুর রহমানকে ৫ দিনের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক। তিনি জানান, অবৈধভাবে সিগারেটের বিজ্ঞাপন দেওয়ার অপরাধে তাদের অর্থদন্ড ও কারাদন্ড দেওয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন