শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নতুন স্ট্রেন চিন্তা বাড়াচ্ছে!

হাতে রক্ত ব্যথা, দ্রুত কাহিল হচ্ছেন রোগীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ১২:০১ এএম | আপডেট : ১২:০৫ এএম, ২৪ মে, ২০২১

বিশ্ব জুড়ে করোনা সংক্রমণ নয়া স্ট্রেনের দাপটেই লাফিয়ে বাড়ছে। প্রতিটি দিন নতুন নতুন লক্ষণ দেখা যাচ্ছে। এবারের লক্ষণটি দেখেও গবেষক এবং চিকিৎসকরা চমকে উঠেছেন। নতুন করে গবেষেণা শুরু করতে হচ্ছে।
নতুন লক্ষণটি হচ্ছে যাদের বয়স ৮৫ বছরের বেশি তাদের মধ্যে অনেকেরই হাতে রক্ত ব্যথা দেখা দিচ্ছে। পরীক্ষা করার পর দেখা যাচ্ছে যে হাতে রক্ত জমে যাচ্ছে। এই রক্ত জমে যাওয়াই করোনাভাইরাসের নতুন সংক্রমণের লক্ষণ।

প্রথম এই সমস্যা দেখা দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। এই রক্তজমাটের সমস্যা কীভাবে করোনাভাইরাসকে আমন্ত্রন জানাচ্ছে তা নিয়ে শুরু হযেছে নতুন গবেষণা। পাশাপাশি জমাট বাঁধা রক্তকে ফের কীভাবে স্বাভাবিক করা যায় তা নিয়েও জোরদার গবেষণা চলছে। করোনার নতুন স্ট্রেন আগের চেয়েও শতগুণে বিধ্বংসী।
গবেষকরা বলছেন, এ ব্যাপারে কোনও সন্দেহ পোষণের জায়গাই নেই! তারা দেখেছেন যে, নতুন ধারার এই ভাইরাস আগের চেয়ে ৭০ শতাংশ বেশি শক্তিশালী। সেই অনুপাতেই সংক্রমণের দিক থেকে এটি অনেক বেশি বিধ্বংসী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গবেষকরা বলছেন, কোভিডের কারণে শরীরের নীচের দিকে অংশের রক্ত জমাট বাঁধার ঘটনা আগে দেখা গেছে। কিন্তু হাতের রক্ত জমাট বাঁধার ঘটনাটি একেবারে নতুন। সাধারণত ছোটো খাটো ব্যথার জন্য চিকিৎসকের কাছে যাওয়ার প্রবণতা খুব কম সংখ্যক মানুষের মধ্যেই আছে। বয়স হলে বিশেষ করে ৮৫ বছর পেরোনোর পর হাতে পায়ে ব্যথা হওয়া স্বাভাবিক লক্ষণ। ফলে অনেকেই বিষয়টিকে গুরুত্ব দেন না।

যাদের মধ্যে নিত্যদিনের অভ্যাস এবং ওষুধ দিয়েই ব্যথা কমানোর চেষ্টা করেন। কিন্তু অনেকেই আবার হাতে ব্যথাকে গুরুত্ব দিয়ে চিকিৎসকের কাছে যান। পরীক্ষায় দেখা যায় যে হাতের রক্ত মারাত্মকভাবে জমে গেছে। রোগীর শরীরের করোনাভাইরাসের জীবাণু রয়েছে। সবচেয়ে অবাক করার কথা হচ্ছে যে, হাতে ব্যথা ছাড়া শরীরে করোনার আর কোনও উপসর্গ নেই।
হাতে রক্তজমাট বাঁধা তুলনামূলক কম ভয়ানক শোনালেও এ নিয়ে গবেষকদের চিন্তার শেষ নেই। কারণ অন্ততপক্ষে ৩০ শতাংশ রোগীর ক্ষেত্রে হাতে রক্ত জমাট বাঁধার সংক্রমণ ছড়িয়ে পড়ছে ফুসফুস পর্যন্ত। বয়স্ক রোগীর হাতে রক্ত জমাটের সমস্যা দেখা দিলে তার ডিপ ব্রেন থম্বোসিস এবং করোনা পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন গবেষকরা। বিশ্বকে রোগমুক্ত করার চেষ্টা চলছে প্রতিমুহূর্তে। সূত্র : মেডিকেল নিউজ টুডে, টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন