স্টাফ রিপোর্টার : রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে দশ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।
স্থানীয় ব্রাক স্কুলের প্রথম শ্রেণির ভূক্তভোগী ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ওই ছাত্রীর মা জানান, বনানীর কড়াইল বস্তিতে তাদের প্রতিবেশি চা দোকানি মিলন তার মেয়েকে শনিবার দুপুরে যৌন নির্যাতন করে। গতকাল সকালে তার মেয়ে অসুস্থ হলে পড়লে ঘটনা প্রকাশ করে। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী বলেন, শিশুকে যৌন নির্যাতনের কোনও অভিযোগ আমাদের কাছে আসেনি। এলে আমরা অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন