শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সউদী আরবের শিয়া প্রধান নগরীতে বন্দুকধারীদের গুলিতে ২ পুলিশ নিহত

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদী আরবের পূর্বাঞ্চলীয় শিয়া প্রধান নগরী দাম্মামে শনিবার রাতে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের হামলায় ২ সউদী পুলিশ নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সউদী প্রেস এজেন্সিকে বলেন, স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে পুলিশের একটি গাড়িতে করে ওই দুই কর্মকর্তা টহল দিচ্ছিলেন। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় ওই দুই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। মন্ত্রণালয়ের ওই মুখপাত্র কে বা কারা এই হামলা চালিয়েছে সে সম্পর্কে কিছু জানাননি। তবে এর আগেও চলতি বছর সউদী আরবের তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলের শিয়া-প্রধান এলাকাগুলোতে পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। জানুয়ারি মাসে এক হামলায় চার পুলিশ নিহত হয়। সূত্র : এএফপি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন