শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সবুজ হত্যা মামলায় রাজিবের জামিন বহাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মে, ২০২১, ১২:০০ এএম

ঢাকার সাভারস্থ মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র সবুজ হত্যা মামলায় আসামি রাজিবের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এ মামলায় তাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এ আদেশ বাতিলের আবেদন করে সরকারপক্ষ। শুনানি শেষে গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগীয় বেঞ্চ সরকারের আবেদন খারিজ করে দেন। বহাল রাখেন হাইকোর্টের আদেশ। জামিন বাতিল আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। রাজিবের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।

আদেশের বিষয়ে তিনি জানান, সাড়ে ৯ বছর আগে দশম শ্রেণীর শিক্ষার্থী সবুজ (১৫) নিহত হয়। এ ঘটনায় তার পিতা মো. নূরুল ইসলাম বাদী হয়ে ২০১১ সালের ১৮ ডিসেম্বর সাভার থানায় মামলা করেন। এজাহারে বলা হয়, ঘটনার দিন মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয় ও তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের মধ্যে আন্তঃস্কুল ক্রিকেট খেলা ছিল অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে। খেলা উপলক্ষে মাঠে যাওয়ার সময় সবুজের গায়ে রাজিবের (১৭) সহপাঠীদের সাইকেলের ধাক্কা লাগে। এনিয়ে কাটাকাটির জেরে ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে রাজিবের সহপাঠীরা সবুজকে মারধর করে। এতে সবুজের মৃত্যু হয়। মামলার তদন্ত শেষে পুলিশ পরের বছর ৯ মার্চ রাজিবসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘদিন পলাতক থাকা রাজিবকে ২০২০ সালের ৯ ডিসেম্বর গ্রেফতার করে পুলিশ। এ অবস্থায় রাজিব গত ৩১ জানুয়ারি হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। সরকারপক্ষ এ আদেশ স্থগিত চেয়ে আবেদন জানান। শুনানি শেষে উপরোক্ত আদেশ দেন সুপ্রিম কোর্ট।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন