শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পশ্চিমবঙ্গে নিম্নগামী করোনা সংক্রমণ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ১০:৩৬ এএম

পশ্চিমবঙ্গ রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ পরিস্থিতির উন্নতি হচ্ছে। গত কয়েক দিন ধরেই করোনায় দৈনিক সংক্রমণে নিম্নগামী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল রাজ্যের বিভিন্ন জেলায়, বুধবারও তা অব্যাহত ছিল।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের বুলেটিন অনুযায়ী, বুধবার রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২২৫ জন। গত কয়েক সপ্তাহে এই প্রথমবারের মতো দৈনিক আক্রান্তের সংখ্যা ১৭ হাজারের নিচে নেমেছে এই দিন।

দৈনিক সংক্রমণে শীর্ষে আছে উত্তর ২৪ পরগনা জেলা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪২৭ জন। এর পরই আছে কলকাতা। সেখানে বুধবার করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৭৮ জন।

এদিকে বুধবার পশ্চিমবঙ্গে করোনা থেকে আরোগ্য লাভ করেছেন ১৯ হাজার ৭১ জন। বেড়েছে সুস্থতার হারও। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৮৯ দশমিক ৫২ শতাংশ।

স্বাস্থ্য বিভাগের বুলেটিনে আরও বলা হয়, বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৩৭৭ জন।

তবে সংক্রমণের হার কিছুটা কমলেও করোনায় মৃত্যুহার এখনো কমেনি পশ্চিমবঙ্গে। বুধবার সেখানে করোনায় মারা গেছেন ১৫৩ জন। মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত করোনায় পশ্চিমবঙ্গে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৮২৭ জনের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন