রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

নৌ-যান চলাচল শুরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মে, ২০২১, ১২:০১ এএম

ঘূর্ণিঝড় ইয়াসের কারণে বন্ধ থাকার পর দেশের সব নদীবন্দর থেকে যাত্রীবাহী নৌ-যান চলাচলের শুরু হয়েছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর লঞ্চ চলাচল শুরু হয়। এর আগে গত বৃহস্পতিবার নদীতে দুই ইঞ্জিনের লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
ঢাকা নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন বলেন, ঘূর্ণিঝড় ইয়াস পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নৌ চলাচল শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টার পর থেকে দেশের অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়। গত মঙ্গলবার বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে যাওয়ায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৈরি আবহাওয়ার সৃষ্টি হয়। ওইদিন দুপুর থেকে অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌযান চালাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন