শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

একদিনে ভারতে করোনায় মৃত্যু ৩,৬১৪

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২১, ১০:০০ এএম

ভারতের করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমছে না। চারিদিকে লাশ আর লাশ। হাসপাতালগুলোতে লাশ রাখার জায়গা নেই।

ভারতে করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা অব্যাহত রয়েছে। দেশটিতে দৈনিক সংক্রমণ দুই লাখের নিচে থাকলেও মৃত্যু রয়েছে সাড়ে তিন হাজারের ওপরে।

ওয়ার্ল্ডো মিটারের রবিবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৩ হাজার ৬১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৩ লাখ ২৫ হাজার ৯৯৮ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ এশিয়ার দেশটিতে আরও ১ লাখ ৭৪ হাজার ৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ৪৭২ জনে।

করোনায় দৈনিক ৪ লাখের বেশি সংক্রমণ এবং সাড়ে ৪ হাজারের বেশি মৃত্যু দেখেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটি। এ জন্য করোনার ভারতীয় ধরন অনেকাংশে দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ১৭ কোটি ৬ লাখ ২৫ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩৫ লাখ ৪৮ হাজার ৫৭৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ কোটি ২৫ লাখ ৯১ হাজারের বেশি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন