শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভ্যাক্সিন সমস্যায় উপায়ান্তর না দেখে জাতিসংঘ মহাসচিবের সাথে জয়শংকরের বৈঠক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২১, ৭:০৫ পিএম

করোনার দ্বিতীয় ওয়েবে যখন ভারতের টালমাটাল অবস্থা, কোভ্যাক্সিন চাহিদার তুলনায় প্রাপ্তিতে যখন বিরাট ব্যবধান, ঠিক তখনই জাতিসংঘ মহাসচিব অ্যান্টিনিও গুতেরেসের সাথে করোনাভাইরাসের টিকা সমস্যা সমাধানে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।দ্রুত সময়ের মধ্যে বিশ্বব্যাপি কিরোনা ভ্যাক্সিন সমস্যা সমাধানে করণীয় সম্পর্কে তারা আলোচনা করেন।–দ্য ইকোনোমিক টাইমস

জানুয়ারীতে অস্থায়ীভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অন্তর্ভুক্ত হওয়ার পর নিরাপত্তা পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে এস জয়শঙ্করের সাথে জাতিসংঘ মহাসচিবের প্রথম মুখোমুখি সাক্ষাত হয়।তিনি দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে আঞ্চলিক সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রতিবেশি দেশগুলোর সন্ত্রাস ও চরমপন্থী দমনের কথা পুনর্ব্যক্ত করেছেন। জাতিসংঘ মহাসচিবের সাথে একান্ত বৈঠকে তিনি কোভিড চ্যালেঞ্জ বিশেষতঃ জরুরি ও কার‌্যকর ভ্যাক্সিন সলিউশন নিয়ে আলোচনা করেন।বৈঠকের একঘণ্টা পর জয়শঙ্কর এসব তথ্য টুইট করে জানান এবং বৈঠক শেষে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেনের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে নিউিইয়র্ক থেকে ওয়াশিংটন যান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন