শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতে করোনায় এক দিনে মৃত্যু দুই হাজার ৭৯৫ জন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০২১, ১১:২৩ এএম

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরুর পর ভারতে দৈনিক মৃত্যু সংখ্যা চার হাজার ছাড়িয়েছিল। সেটা অবশ্য বেশিরভাগই ছিল ৩ হাজারের ঘরে। সেই মৃত্যু টানা ৩৫ দিন কমে তিন হাজারের নিচে নেমেছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে দুই হাজার ৭৯৫ জন। এ নিয়ে দেশটিতে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৩১ হাজার ৮৯৫ জনে।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্তও কমেছে। নতুন করে শনাক্ত হয়েছে আরও এক লাখ ২৭ হাজার ২৭ হাজার ৫১০ জনের।

ভারতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে দুই কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪ জনের।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার আরও কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬২ শতাংশে। আর মোট শনাক্তের হার এখন ৮ দশমিক ১২ শতাংশ।

পুরো ভারতেই জোর দেয়া হয়েছে টিকাকরণে। ১৮ বছরের ওপর সবার জন্যই টিকা কর্মসূচি নেয়ার এক মাস অতিক্রম করল দেশটি।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে টিকা দেয়া হয়েছে ২৭ লাখ ৮০ হাজার ৫৮ জনের। এখন পর্যন্ত টিকা দেয়া হয়েছে ২১ কোটি ৬০ লাখ ৪৬ হাজার ৬৩৮ জনের।

কয়েকদিন থেকেই ভারতের বেশিরভাগ রাজ্যে কমছে সংক্রমণ। সংক্রমণে কমেছে পশ্চিবঙ্গেও। এখন রাজ্যটিতে সংক্রমণ কমে ১০ হাজারের ঘরে নেমেছে। তবে দৈনিক মৃত্যু এখনও এক শ’র ওপর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ম নাছিরউদ্দীন শাহ ১ জুন, ২০২১, ১:১১ পিএম says : 0
প্রতিটা মানুষের মৃত্যু অনিবার্য সত্য স্বাভাবিকমৃত্যু অস্বাভাবিক মৃত্যু পার্থক্য করে দেয়।পৃথিবীতে ভারতীয়দের মৃত্যুরপর কঠিন সিদ্ধান্ত আপন জন দিয়ে জ্বালিয়ে দেওয়া ভীষন অমানবিক জঘন্যতম অন‍্যায় কাজ ভয়ংকর শাস্তির মত। ভারতীয়দের ধর্ম নিয়ে ধর্মীয় গ্রন্থ নিয়ে তাদের নীতি আদশ‍্য নিয়ে যতেষ্ট সন্দেহ তাদের মাঝে বিদ‍্যমান। শিরোনামের উপরে ছবিতে শারীবদ্ধ ভাবে নারী পুরুষের চিতায় অগ্নিকাণ্ডের ভয়াবহতা মানবিক চেতনা কে হার মানিয়েছেন। জীবন্ত অবস্থায় আগুনে সামান্য পুড়লে কি ভিষন যন্ত্রণা। মৃত্যুরপর আগুনের লেলিহান শিখা জ্বালিয়ে দেওয়া মৃত ব‍্যাক্তি ভয়াবহ কষ্টের যন্ত্রণার নাম কি শেষ যাত্রা। এটি কি কখনো মানবতা কাজ। ধর্মীয় ভাবে হিন্দুদের মৃত্যুর পর জ্বালিয়ে দেওয়া কঠোর সিদ্ধান্ত পরিবর্তন করা যায় না। ভয়ংকর মহামারীতে ভারতের লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর চিতার আগুনের ছবি আমাদের মর্মাহত করেছে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন