শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

জুলাই ও আগস্টে রফতানি আয় কমেছে

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : দেশে উৎপাদিত শিল্প-পণ্যের শীর্ষ গন্তব্যগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র ও কানাডা। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে এ দুই দেশে পণ্য রফতানি বাবদ আয় কমেছে। একই সময়ে অন্যতম দুই বাণিজ্য অংশীদার দেশ ভারত ও চীন থেকে আয় বেড়েছে। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) দেশভিত্তিক আয়ের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। ইপিবির তথ্য অনুযায়ী, আয় বিবেচনায় বাংলাদেশের শীর্ষ ১০ রফতানি গন্তব্যগুলো হলো যথাক্রমে— যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, ইতালি, কানাডা, জাপান, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস। এর মধ্যে তিনটি দেশ থেকে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে আয় কমেছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, কানাডা ও ইতালি। এসব দেশে সবচেয়ে বেশি রফতানি হয় তৈরি পোশাক। এ তিন দেশ থেকে বাংলাদেশের আমদানি পরিমাণ খুবই সামান্য। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্র থেকে আয় হয়েছে ৯৯ কোটি ৭৫ লাখ ১৬ হাজার ৩২১ দশমিক শূন্য ৫ ডলার। গত অর্থবছরের একই সময়ে দেশটি থেকে রফতানি বাবদ আয় হয়েছিল ১০৫ কোটি ৩০ লাখ ৫২ হাজার ৪৩১ দশমিক ১৮ ডলার। এ হিসাবে চলতি বছর রফতানি আয় কম হয়েছে ৫ দশমিক ২৭ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছরের প্রথম দুই মাসে ইতালি থেকে রফতানি বাবদ আয় হয়েছে ২২ কোটি ৬ লাখ ৮৪ হাজার ২৫ দশমিক ৬৯ ডলার। গত ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ে দেশটি থেকে রফতানি আয় হয়েছিল ২২ কোটি ৫২ লাখ ২২ হাজার ১৮৬ দশমিক ৫৫ ডলার। এ হিসাবে আলোচ্য সময়ে রফতানি আয় কমেছে ২ দশমিক শূন্য ১ শতাংশ। এদিকে গত জুলাই ও আগস্টে কানাডা থেকে রফতানি আয় হয়েছে ১৮ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার ৬৬১ দশমিক ২৬ ডলার। গত ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ে দেশটি থেকে রফতানি আয়ের পরিমাণ ছিল ১৯ কোটি ৫৭ লাখ ১৩ হাজার ১৬২ দশমিক ১২ ডলার। এ হিসাবে রফতানি আয় কমেছে ৪ দশমিক ৬৮ শতাংশ। বাংলাদেশের বাণিজ্যে অন্যতম দুই দেশ অংশীদার ভারত ও চীন। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এ দুই দেশ থেকে রফতানি আয় বেড়েছে। এ দুই দেশ থেকে বাংলাদেশে পণ্য আমদানি হয় বেশি। বাংলাদেশ থেকে ভারতে রফতানিকৃত পণ্যের মধ্যে রয়েছে— তৈরি পোশাকের ওভেন ও নিট পণ্য, হোমটেক্সটাইল, কৃষিপণ্য, হিমায়িত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ফুটওয়্যার, কাঁচাপাট ও পাটজাত পণ্য এবং বাইসাইকেল। অন্যদিকে দেশটি থেকে বাংলাদেশ আমদানি করে এমন পণ্যের মধ্যে তুলা, সুতা, সিরিয়াল, যানবাহন, সবজি, প্লাস্টিক, লবণ, বৈদ্যুতিক সরঞ্জাম, দুগ্ধজাত পণ্য, ফল, কাগজ, রাসায়নিক উল্লেখযোগ্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন