শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, কিছু কিছু বেসরকারি বিশ^বিদ্যালয় শিক্ষার মানোন্নয়নে এবং গুণগত শিক্ষার মান নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেসব বিশ^বিদ্যালয়ে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি শিক্ষার্থীও পড়াশুনা করছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের মধ্যে অন্যতম। সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের সাথে তার অফিসে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউছুফ এম. ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহাবুব-উল-হক মজুমদার, কোষাধ্যক্ষ হামিদুল হক খান, পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ইরমান হোসেন এবং ঊর্ধ্বতন সহকারী পরিচালক (জনসংযোগ) মোঃ আনোয়র হাবিব কাজল। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন