এশিয়ার বৃহত্তম লোটো আউটলেট এখন ঢাকায়। সম্প্রতি জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে রামপুরা বাজারে প্রায় ৬ হাজার বর্গফুট আয়তনের বিশ্বখ্যাত ইটালিয়ান ব্র্যান্ড লোটোর এই ১১০তম আউটলেটটি উদ্বোধন করা হয়। ইটালিয়ান রাষ্ট্রদূত মারিও পালমা প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে অত্যাধুনিক ও বৃহৎ এই আউটলেটটি উদ্বোধন করেন। এ সময়ে সাথে ছিলেন লোটো বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম, বিপণন উপদেষ্টা এসকিউ হাসানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা। রাষ্ট্রদূত মি. পালমা তার বক্তব্যে বলেন, লোটো ইটালিতে খুবই জনপ্রিয় ব্র্যান্ড। বেশ কয়েকটি ক্লাব এর পণ্যগুলো ব্যবহার করে। আর তিনি নিজেও স্কুল জীবন থেকে লোটো ব্যবহার করে আসছেন। তাই এটি তার কাছেও পছন্দের একটি ব্র্যান্ড। বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন